কাছাকাছি সময়ে কাছে নেই প্রিয়
দুরত্ব ছেড়ে চলো তুমি চলো।
কতো কথা আছে জমা বলো তুমি,
ঠোঁট নেড়ে বলে দিয়ো মধুর স্বরে।
দুরত্ব আর কতো
দুরত্ব আর যতো–
দুরত্ব কঠোর সিমাহীন
দুরত্ব অনন্ত অসীম—
কিছু স্বপ্ন কিছু ইচ্ছে,
ঐ সূদুরে ভেসে নিচ্ছে।
ভীষণ দমকা হাওয়া,
ঝড় এলো অবেলা।
এই দুরত্বের নেই ঠিকানা,
এই দুরত্বের আছে অভিযোগ।
এই দুরত্বের সেই শান্তনা,
এই দুরত্বের সাথে প্রিয়তমা।