4.3/5 - (3 votes)

তুমি ফুলের মতো পবিত্র নিষ্পাপ অসাধারণ।
তুমি বিষাদের সুর নরম করোনী মায়া।
তুমি গুনগুনিয়ে গান গেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে!
তুমি কখনো শূন্য হাত খালি চুড়ি টিপ শাড়িতে।
তুমি প্রতিবার অন্যতম রহস্যময় চরিত্র নিয়ে।
তুমি ভোরের সীন্ধতা বিন্দু ঘাসের মসলিন কণা।
তুমি মোবাইলে প্রতিফলিত মেসেজ রিপ্লাই উওর।
তুমি জানলে না কি ঐ দূরত্বের ব্যাবধান?
তুমি বোরখায় রেখো নীজেকে আবদ্ধ।
তুমি মলিন হয়ে যাবে ইনশাল্লাহ অনিবার্য।
তুমি গুনবতি–মায়াবতী–ডাগর–ডাগর চোখে কাজল।
তুমি ফুলের মতো শ্রেষ্ঠ পবিত্র নিষ্পাপ নিরবতা।
তুমি অকালেই ঝরে পড়ে অশ্রু বিষন্নতা।
তুমি সাধারণ থাকলে অসাধারণ লাগবে।
তুমি ফুলের মতো সিন্ধ আলতো পরশে।
তুমি বিড়ালের সাথে ভালোবাসা।
তুমি কমোল শান্ত মেজাজি কল্পনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments