দুপুরে হোটেলে ভাত-ডাল,ভর্তা-ডিম, খেয়ে তৃপ্তি অনুভব করলাম। তোমার এলাকায় টং দোকানে আদা-লবঙ্গ,গরম-পানি টি প্যাক দেওয়া চা ;সাথে খরি-বিস্কুট খেলাম। একদিন দেখলাম দোকান থেকে কাদের জন্য খাবার কিনলে,পেট ভরবে তোমার? আবার দেখি
পুরি,সিঙ্গারা,ছমছা, নিয়ে যাচ্ছো, দন্ত দিয়ে চুইনগাম চাব্বাচ্ছো। তোমার গ্যাসটিক হয় না;এন্টাসিট খাও; বোধ হয় খুব কমই ,তার জন্য দেখি না ওষুধের দোকানে। খুব মজা পাচ্ছো তাই না;এতো সুন্দর ঠোঁট
গালে টোল চোখের ভ্র এদিক ওদিক তাকিয়ে কি দেখছো?
“খাবার খাইছি খুদা মেটাতে তোরে খাইতে চাই ;মনের জ্বালা মেটাতে”।
2022-12-11