মশা আমায় দিয়েছে চুমু
খেয়ে গেছে শরীরের রক্ত।
এদিক সেদিক উড়ে যাচ্ছে,
বেড়ে যাচ্ছে ডেঙ্গু।
জমে থাকা পানিতে,
করছে তারা বসবাস।
নগরী পরিণত হচ্ছে মর্গ,
প্রতিরোধে ব্যাবহার মশারি।
জমে থাকা পানি পরিষ্কার করা জরুরী,
কমে যাবে ডেঙ্গু আহাজারি।
2022-10-07