প্রেম…..
কেনো এক নারীর প্রতি অদ্ভুত হৃদ স্পন্দন অনুভূতি নিয়ে এগিয়ে যাওয়া এবং সে সম্পর্ক বহু দূরে পর্যন্ত নিয়ে যাওয়া প্রেম। ফুলের সুবাস যেমন ছড়ায় ঠিক তেমনি মানুষের জীবনে প্রেম বাঁচায়।
মায়া……
তোমাকে পাওয়ার যে আকাক্খা দিচ্ছে বড় তাড়া তোমারি জন্যে আমার মতোই শতো প্রজাপ্রতি,
মিথ্যে দিয়েছে বায়না তাইতো সুখে শান্তিতে আছো।
ফেলে গেছো একা করে, বার্তা অফশনে ক্লিক করে,
আটকে রেখেছো বড় অদ্ভুত সুন্দর স্মৃতি ব্লক লিস্টে।
মোহ….
তোমার জন্য অপেক্ষা
তোমার জন্য প্রতিক্ষা
তোমার জন্য আক্ষেপ
তোমার জন্য বিচ্ছেদ
আবেগ…..
পুরুষের কাছে টাকা-কথা-ভাষায়
তার ভালোবাসা জড়িয়ে থাকে।
চাইলেও অনুভুতি প্রকাশ করতে পারে না,
কিন্তু দিনশেষে ঠোঁটের কোণে সিন্ধ মলিন হাঁসি,
মৃত্যু হয় রোজ প্রিয়জন হারিয়ে গেছে নেইনি খোঁজ।
মৃত্যু…..
মরে গেছি সেই দিন যেখানে রং ধনুর রং নেই
হারিয়ে গেছি নরম মলিন সাদা কাপড়ে
সেখানে শুয়ে অদ্ভুত রহস্যময় লাগে নিজেকে
নাকে কানে কোরফুল খাঁটিয়ার চারপাশে আগরবাতি সুগন্ধি। মাটিতে পচে মিশে যায় চামড়া মাংস হাড় গুলি।