5/5 - (1 vote)

রোজ রাস্তায় আমি হেঁটে চলি
মাথা নিচু করে।
রোজ রাতেই জেগে থাকি একা আমি,
কে আমায় বলবে জেগে থাকো কেন?
বলার মানুষ নেই।
ফেসবুক ঘুরাঘুড়ি করি-
কাউকে বাজে মন্তব্য করি না,
তবে এ নিয়ম কেন ঘটে আমার সাথে।
নিজেই জানি না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments