মিথ্যে দিয়ে না শান্তনা
সত্য করো না অবহেলা
মগজে ধুম ঠোঁট পুড়ে কালো
অন্ধকার একা বসে লাগে ভালো
পুড়িয়ে ফেলেছি ছবি চিঠি
মনে রাখোনি তুমি
অবশেষে সেই মানুষ সুখি
দুঃখে ব্যথিত দেহ
পাঁজরের হাঁড়ে চিড় ধরেছে
কপাল ঘোঁচা অনিশ্চিয়তা
লোমে ঢাকা ঘাম বয়ে যাচ্ছে
চুলে বেয়ে পড়ছে ক্ষুদ্র কণা
জুতা ছেঁড়া ভাঙা মন নিয়ে চলা
নেই কোনো অস্তিত্ব সেই সময়ের
সোডিয়াম লাইটের যে আলো
সে জীবন থেকে হারিয়ে গেলো
রোদের আলোয় পুড়েই যাবো
প্রিয় কেউ রিকশায় চড়ে এলো
2023-04-11
চমৎকার