তোমার কথা ভেবে কাটিয়ে দিলাম সময়
তুমি হীনা রক্তহীন হৃদয়।
কাঁটা ঝড়া গোলাপ যেমন পাপড়ি খসে যায়,
অন্তত অসীম প্রেম তখন সুগন্ধি ছড়ায়।
এলোমেলো কেশে কানের পীঠে,
অনাবিল ছোঁয়া ঠোঁট দুটো প্রশান্তি ছায়া।
কোমল তোমার দেহের গড়ণ,
কপালে টিপ-হাতে চুড়ি-কোমরে বিছা!
পায়ে নুপুর-কানে দুল-তুমি শেষ্ঠ অন্যনা,
তোমারি পথ চেয়ে থাকি অনু প্রিয়তমা।
কখনো ঐ রাগ চেপে করি নিয়ন্ত্রণ,
ভালোবাসি জানালাম কবিতায় আমন্ত্রণ।
2024-01-17