3/5 - (1 vote)

চোখের আলো নিভে যাচ্ছে,
কি দুঃসহ যাতনা!
অতি কাছের আপনজন
ছেড়ে যাচ্ছে, হয়ে আজ অচেনা।

কালো মেঘে ছেয়ে গেছে আকাশ
চারিদিকে শুনি শুধু বেদনার উচ্ছাস,
অন্ধকার রাত যেনো আতঙ্কের ঢেউ
মহামারীর বিপদে পাশে নেই কেও।

বিপদের এই দিনে যে বাঁচালো তোমাকে
কত সময় চলে গেছে ডাকোনি তো তাকে
মৃত্যু এসে যদি দরজায় নারে কড়া
ধরে বেঁধে নিয়ে যাবে,পাবেনাতো ছাড়া,

এখনো সময় আছে করো তারে সরণ
যার ইশারায় হবে সকলের মরণ।
ভুলে যাও সবকিছু, ফিরো আলোর পথে
ক্ষমা চেয়ে ভালোবাসা শুধু তার সাথে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments