1.5/5 - (2 votes)

ভাবনাহীন মন অপেক্ষা করে
শিকারী বাঘের মত,
সে কখন এসে দাঁড়াবে আমার কাছে
মুছে দিতে আমার সব গল্প।

সে কথা দিয়েছে, সে আসবে।
সে আসবে ,আমায় নিয়ে যাবে।
কারণ সেখানে যে আমার ঘর সাজানো রয়েছে,
তৈরী আছে আমার যাওয়ার বাহন।
এখন শুধু সময় ক্ষেপন মাত্র।

আমি তার জন্যে আশায় বুক বাঁধি,
পথ চেয়ে বসে থাকি, চেয়ে থাকি,
আমি জানি যখন সূর্যের লাল আভা ডুবে যাবে,
রংধনুর সাত রঙ মুছে যাবে,
বৃষ্টি থেমে গিয়ে সতেজ বাতাস বইবে,
ঠিক তখন সে আসবে।

সে আমার মৃত্যু, আমায় নিয়ে যাবে ওপারে,
আমি তার জন্যে অপেক্ষা করি,
অপেক্ষা করি অধির আগ্রহে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
tamim
tamim
2 years ago

nice