হাসো প্রিয় বন্ধুরা , প্রাণ খুলে হাসো
যদি তোমাদের ঘিরে ধরে সর্বনাশও,
হাসো দ্বিধা ছেড়ে খিলখিল কিম্বা মুচকি,
যদি বা বইতেও হয় দুঃখের বুঁচকি!
তোমরা থেমে থেমে বা না থেমে হাসো,
এমন কী যদি থাকো বিপদের পাশও।
দিন থেকে রাত পল পল হাসো প্রাণ খুলে,
যদি কখনো সুখ দেখা দিতে যায় ভুলে,
তাও মিতেগণ ক্রমাগত হাসো দুলে দুলে,
চওড়া হাসিটি নিও সব কিছুতেই গুলে।
অট্টহাসি বা নরম করেও নয় হেসে দাও
কারো কাছ থেকে যদি আঘাতও পাও,
ভেতরের সমস্ত ক্ষত হাসি দিয়ে ঢাকো,
হেসে ও হাসিয়ে দেহে-মনে ভালো থাকো;
ক্ষণে ক্ষণে আস্তে বা জোরে জোরে হাসো
যত খুশি যদি বা হয়ে যাও একদম হাঁসও!
2023-10-08