বেশ দূর গ্রামখানা অবারিত সবুজ এক সত্য
ছুঁতে পারেনি এখনো তাকে শহরের বিচ্ছিরি দৈত্য,
গাছপালা ঘন সেখানে, ইতিউতি ক’টা চিরকেলে কুঁড়ে
সে গ্রামের বুকে সহস্র টিয়াপাখী মহা আনন্দে ওড়ে;
অপূর্ব গ্রাম, ট্রেন থেকে ঝলক দেখেছি কি দেখিনি,
অমনি মিলিয়ে গিয়েছে, প্রচারের জন্য বসে নেই।
নাম তার টিয়াপুর, বাংলার মধুময় রূপকথাসম গ্রাম
পরের জন্মে সেই মাটির স্বর্গে হয় যেন আমারও ধাম,
আপাতত জানি তার মিঠে নাম শুধু, ঠিকানা নয়
বেশি জানলে সবুজ কথা মুছে যাওয়ার আছে ভয়।
2023-05-03