Review This Poem

সকালবেলা আমি কোথাও যাব না, যাবই না মোটে
রোদের খেলা দেখব জানালা আর বারান্দা ভরে,
সেই সঙ্গে দেখব শহরের ব্যস্ত মুখ, পাল্টে যাওয়া
ভোর থেকে সকাল, লোকজন মত্ত কাজের ঘোরে।

সংসার আমার ছোট্ট, কাজ একটু পরে করব শুরু
আপাতত স্বস্তি ও কফির কাপ নিয়েই বসে থাকি,
ক্যালেন্ডার থেকে ছিটকে পড়ছে নতুন তারিখ
তাকে নিজের মতো করে সাজিয়ে তোলা বাকি।

নতুন এই দিনটাকে গোছাতে হবে যতটা পারি
কালকের ধুলো যতটা সম্ভব করতে হবে পরিষ্কার,
তারপরে দুই খরগোশের সাথে সময় কাটানো
আর কবিতা, তাকেই বা কি করে করি অস্বীকার?

দেখি এত কিছু ঠিক কতটা আঁটে নতুন দিনটায়,
তার ওপর সাংসারিক হাতটাও আমার নিপুণ নয়,
টাটকা তারিখের হাতে একটা প্যাঁটরা তো আছেই
কতখানি আঁটব তাতে, ভেবে লাগছে একটু ভয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments