রাস্তা, আমি তোমার পায়ে পায়ে অনেক দূর যাব
যদিও জানি না, সফরের শেষটায় কত কি পাব,
আমার সফর তত দিন, ঠিক যত দিন থাকবে দম
তোমার বিস্তার অফুরন্ত আর আমার শক্তি কম।
তোমার প্রসারকে আমি বারবার নমস্কার করি
কোনও মতে সামান্যই পু্ঁজি নিয়ে বেরিয়ে পড়ি,
তুমি আমার পাশে থেকো জানা-অজানা সফরে
ভয় করলে চলে? যা চাই তার সবটাই তো দূরে!
আমায় অক্লান্ত হাঁটতে হবে তোমার ওপর দিয়ে,
বিরূপ না হয়ে তুমি এগিয়ে চলো আমায় নিয়ে।