জীবনটাই তো পাওয়া, না পাওয়ার গল্প
অনেক কিছুই পাইনি তবু প্রাপ্তিও নয় স্বল্প,
বহু রঙে কে এঁকেছে বর্ণময় জীবন, অজানা;
কম জেনেও, হেসে-কেঁদে বাঁচতে তো নেই মানা!
2023-09-18
জীবনটাই তো পাওয়া, না পাওয়ার গল্প
অনেক কিছুই পাইনি তবু প্রাপ্তিও নয় স্বল্প,
বহু রঙে কে এঁকেছে বর্ণময় জীবন, অজানা;
কম জেনেও, হেসে-কেঁদে বাঁচতে তো নেই মানা!