বাবু শ্রীযুক্ত আনন্দমোহন রায়
খাওয়া ও ধূমপান নিয়ে নিষেধে বিরক্ত,
অবশেষে এক দিন বলে উঠলেন- হায়!
পারি না আর আমি টিকতে এই ভাবে
বিদায় সংসার, জানি দুই মেয়ে কষ্ট পাবে;
কিন্তু কাঁহাতক এত বিধি মেনে চলা যায়?
আট দিন কষ্ট পাওয়ার পর আপ্রাণ
তিনি বললেন, এবার কেটে পড়ি মানে মানে,
পড়ে থাকুক প্রিয় বাড়ীঘর, আর নেই টান!
ঢুকে পড়লেন নিমতলা শ্মশানের চুল্লীর পেটে
ফিল্টার উইলস নেভি কাট বড় মেয়ে দিল পকেটে;
মেঘের বিছানায় বসে এখন সিগারেট খান।