আহা, কি সুস্বাদু টকটক ফলটা সেই
নাম ভুলে গেছি, মনে নাম আর নেই,
তবে দুনিয়া থেকে তো যায়নি হারিয়ে,
এক দিন খুঁজে দেখবই অনেক করে
দূরের বাজারে, কাছেরটাকে ছাড়িয়ে।
তারপরে যদি পেয়ে যাই সে টক হাতে
অপূর্ব অম্ল, আমার শৈশব লেগে যাতে,
কাউকেই জানাব না তার টোকো নাম;
নিজের জিভে রেখে দেব তাকে সযত্নে
জানাজানি হ’লে বাড়িয়ে দেবে যে দাম!