Review This Poem

কে চেনে গভীরে লুকিয়ে রাখা সমস্ত গোপন ক্ষত?
মধুরতম হাসিতে মেনে নেয় এমন কী বিরুদ্ধ মত?
সমস্ত বিপদে বাধায় দৃঢ় হয়ে কে ধরে থাকে হাত?
অশ্রু মুছিয়ে দেয় সযত্নে না দেখে গোষ্ঠী বা জাত?
আগুনের পথ দিয়ে হাঁটার সময় কে থাকে পাশে?
আলো দেখায় যখন খালি আঁধারই আকাশে?
কে বলে,”কোনো ব্যথাই একা তোর নয়, আমারও?”
সে বন্ধু হৃদয়ের, আমার সব সুখ-দু:খ তারও।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Nashid Bobby
2 years ago

খুব সুন্দর কবিতা ।