মেঘকেই আমি ভালবাসিয়াছি
নানা রূপে বারবার।
তবুওতো তাকে পারিনি বলিতে
এখনোতো একবার।
প্রতিটি জনমেই মেঘকে লইয়া
গাঁথিয়াছি প্রেমহার।
যুগে যুগে তাই সেই মালাখানি
পরায়েছি গলে তার।
মনে পড়ে যায় পুরানো প্রেমের
মিলন বিরহ ব্যথা।
অতীতের সেই না বলা অনেক
জমানো প্রেমের কথা।
তাইতো আমরা ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে।
অনাদি কালের গোপন প্রেমের
হৃদয় উৎস হতে।
সেই স্মৃতি বেয়ে এসেছিলে তুমি
ধ্রুবতারকার বেশে।
অসীম আকাশে ভাসিয়া বেড়াই
দুইজনে অবশেষে।