2/5 - (1 vote)

আকাশ ঘিরে মেঘ করেছে
ঢাকলো অন্ধকারে।
দেখছি এবার নামবে বৃষ্টি 
হয়তো মুষলধারে।

বলতে বলতেই এলো ধেয়ে
ঝমঝমিয়ে বৃষ্টি।
ভাসবে এবার সকল কিছু
একি অনাসৃষ্টি!!

শীতের সকালে এমনি করে
বৃষ্টি যদি ঝরে।
বলতে পারো মনটা আমার
থাকেকি আর ঘরে!!

আকাশ দেখি থমথমে ভাব
মেঘ করেছে কালো।
বিষন্নতায় ভরে আছে সব
লাগেনা কিছু ভালো।

সূর্যের আজ পাইনি দেখা
রয়েছে মেঘে ঢাকা।
মনখারাপের কবিতা লিখে
যায়কি ঘরে থাকা!!

সারাদিন ধরে বর্ষারানীর
চলছে কত খেলা।
মেঘে মেঘেই দেখছি আজ
বেড়ে চলেছে বেলা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments