বুঝিনা আমি মনের কথা
এ মন কি যে চায়।
যার কথা সে ভাবছে এখন
তাকে কি কাছে পায়?
কি জানি এই মনের ব্যপার
কি ভাবে এই মন।
ভাবতে গিয়ে মনটা দেখছি
আনমনা এখন।
মনের খবর রাখতে গিয়ে
নিজেকে যাই ভুলে।
মনের ঘরের সকল কথাই
রাখি শিকল তুলে।
পাগল মন আজকে দেখি
চায়না কিছু বুঝতে।
চাইছে শুধুই আপন মনে
ভালোবাসা খুঁজতে।
মনের মতো খুঁজতে মানুষ
ব্যস্ত আজকে মন।
কোথায় গেলে পাবে বলো
সে তার আপনজন!!