4/5 - (1 vote)

ভালোবাসা নদীর মতো
নেইকো তার শেষ।
খরস্রোতা নদীর মতোই
বেড়ায় নানা দেশ।

বাস্তবতার পথেই হাঁটে
হৃদয় মাঝে রয়।
ভালোবাসার গল্প গুলো
মিথ্যে মোটেই নয়।

গয়নাগাঁটি সোনা দানা
হারিয়ে যেতে পারে।
হারায়নাযে কোনদিনও
বাসবে ভালো যারে।

মনের মানুষ শুধুই থাকে
ভালোবাসার আশে।
সুখে দুঃখে সকল সময়
থাকবে ঠিকই পাশে।

ভালোবাসা ভগবানের
শ্রেষ্ঠ উপহার।
ভালোবাসার অপমান
করনা খবরদার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments