হৃদয় মাঝে এলো জোয়ার
উঠলো জেগে আশা।
লুকিয়ে রাখা ইচ্ছা গুলো
জাগায় প্রেমের ভাষা।
গাছের ফাঁকে চাঁদ উঠেছে
জোনাক নেভে জ্বলে।
রাতের পাখি উঠলো ডাকি
আঁধার বনতলে।
আকাশ ভরা মেঘের ভারে
জাগায় মনে ব্যথা।
মনের মাঝে গুমরে ওঠে
নানা গোপন কথা।
কে যেন ওই ডাকে আমায়
মৌন ঈশারাতে।
হৃদয় তরী ছুটলো সেথায়
পৌঁছবে সে প্রাতে।
তাকিয়ে দেখো হৃদমাঝারে
আজও প্রদীপ জ্বলে।
ঝাপসা স্মৃতি জড়িয়ে আছে
শীতল কাঁথার তলে।
কোন সুদূরে হারিয়েছিলাম
ভালোবাসার জন।
হৃদজোয়ারে ফিরিয়ে দিল
খুশিতে আজ মন।
শক্ত হাতেই ধরেছি হাল
আসুক যতই বান।
ভাসবো দোঁহে মনের সুখে
গাইবো প্রেমের গান।