5/5 - (1 vote)

আঁধার সরিয়ে নেমে এলো সকাল,
দূর দিগন্তে ছড়িয়ে পড়েছে তার
আগমন ধ্বনী।
মেঘ মুক্ত আকাশের বুকে নেই বৃষ্টির
খেলা, শুধু উড়ে চলেছে বলাকার
সারি।
আজ যেন সবকিছু হয়েছে বিলীন,
আকাশের চাঁদ ক্রমশ ম্লান হচ্ছে।
ছিল গুটিকতক তারা, সেগুলোও
হঠাৎ অদৃশ্য হয়ে গেল।
আজকে যদি তুমি থাকতে পাশে,
তোমার আগমনে সকালটা হয়ে
উঠতো আরো মধুময়।
তোমার পরশ পেয়ে বাগিচায় ফুটে
উঠতো রঙবেরঙের নানা ফুল।
আর মৌমাছিরা মধুর আশায় ধেয়ে
আসতো সেই ফুলের বনে।
পাখিদের সুমধুর কলতানে ভরে যেত
চারিপাশ।
হারিয়ে যেত মনের মাঝে জমে থাকা
সব গ্লানি, ফিরে পেতাম আবার একটা
নতুন সকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments