তোমার আকাশে রঙ, আর
আমার আছে ছন্দ।
ভোরের ফুল ফুটলে পরে
বাতাসে ছড়ায় গন্ধ।
ভোরের পাখি গাইছে গান,
চোখের কোণে স্বপ্ন।
দিগন্তে বাজে বিরহের সুর,
শুনতে সবাই মগ্ন।
তোমার চোখে প্রেমের ছন্দ,
হৃদয়ে সুপ্ত আশা।
তোমার পায়ের নুপূর ধ্বনি
জাগায় ভালোবাসা।
রিনিঝিনি ঝংকারে নাচে,
গানের সুরে সুরে।
নুপূর ধ্বনীর মধুর তালে
হৃদয় যায় ভরে।
হৃদয়াকাশে রয়েছে আঁকা,
তোমার ছবি খানি।
ওই হাস্যময়ী রূপের ছটা
রেখেছি বুকে টানি।
ওই আকাশে যে সুর বাজে
নিত্য দিবস রাতি।
সেই সুরেতেই হৃদয় আমার
উঠলো আজি মাতি।