জুঁই, জানিনা কেমন করে
ফোটো গাছের ডালে।
কেমন করে দোলো তুমি
হাওয়ার তালে তালে!!
নেইকো জানা কেমন করে
ছড়াও তোমার গন্ধ।
তোমার সুবাস পেলে আসে
মনে নানান ছন্দ।
তোমার প্রেমে পাগল হয়ে
ঘুরছি দেশে দেশে।
তোমার তরেই এলাম ফিরে
হেথায় অবশেষে।
তোমার জন্য ত্যাগ করেছি
সুন্দরী মোনালিসা।
তোমার তরেই হারিয়ে গেছে
আমার সকল দিশা।
সকাল, দুপুর, রাত ভুলেছি
শুধুই তোমার জন্য।
তোমায় পেলে জীবন আমার
হবেই জেনো ধন্য।