নই আমি প্রজাপতি, নই মৌমাছি।
নই আমি কোনো আকাশের পাখি!!
তবু কেন ডানা মেলে শুধু উড়ে চলা?
নইতো আমি কোনো পড়ন্ত বিকেল!
নই আমি গোধূলির ম্লান আলোক।
তবু কেন বারংবার একই কথা বলা?
আবেগী মন ছুটে চলে, পূর্ণতার পথে।
যা কিছু, আমার অসমাপ্ত রয়ে গেছে,
হৃদয়ের ইচ্ছেগুলো আছে তার সাথে।
আজি গোধুলি বেলায় পূর্ণ হবে সব,
জীবন সংশয়ে ভরা, হারায়েছি যত।
স্বপ্নের অলিন্দে সব রয়েছে সাজানো,
আবার আসবে ফিরে ধরে একই পথ।
গোধুলীর এক টুকরো ম্লান আলোয়,
হয়তোবা ঢাকা আছে আমার ভুবন।
হৃদয়ের স্বপ্ন যত, দোলা দেয় আজি
নিশ্চিন্তে পাড়ি দেবো স্বপ্নের মতন।
জানোনাকি তুমি, ওই তোমার পরশে
কত প্রাণ মিশে যায় খুশির আবেশে।
2022-02-25