এক কাপ চায়ে আমি
রঙিন স্বপ্নে মজি।
এক কাপ চায়ে আমি
তোমাকেই খুঁজি।
এক কাপ চায়ের মাঝে
তোমার ছোঁয়া পাই।
উষ্ণ ঠোঁটে চুমুক দিয়ে
শুধুই তোমায় চাই।
এক কাপ চায়ে আছে
ভালোবাসা ভরা।
হৃদয় মাঝে জেগে ওঠে
প্রেম অতি ত্বরা।
চায়ের ওই মধুর ঘ্রানে
তোমাকে পেলাম।
আবেগে উচ্ছাসে আজ
তোমায় নিলাম।
নদীর ঢেউয়ের মতোই
এলে তুমি আজ।
তোমাকে পেয়েই যেন
ভুলি সব কাজ।