বাতাসে ভাসে শিশির কণা
ফুটলো গাছে কলি।
সুবাস পেয়ে জুটলো এসে
বনের যত অলি।
কোকিল এসে শুনিয়ে গেল
বসন্তের সেই গান।
যে গান শুনে উঠলো ভরে
আমার আকুল প্রাণ।
খুশির নাওয়ে তুফান তুলে
চলবো সারাদিন।
হাসি আর গানে শোধ হবে
আছে যত ঋন।
আলোর পরশে প্রভাত হবে
ঘুচবে কালো কালো।
আনন্দ ধারায় শুভক্ষণটি
কাটবে ভীষণ ভালো।
সোনার আলোর ছোঁয়া পেয়ে
উঠলো ধরে মেতে।
শীতের দিনে আলোর পরশ
সক্কলে চায় পেতে।