Review This Poem

অনন্ত বর্ষা তাঁর স্থির দুচোখ বেয়ে, —ক্লিভেজের বাঁধ ভেঙে আসে -ধেয়ে- পৃথ্বীর গায়ে।

পুড়িয়ে পতঙ্গের মুখ,
মূঢ়তায় কুড়িয়েছি কোরকের সুখ।

কি বা হবে এই অবিদিত বরাদ্দের আধার?
এখন কোথাও যে আর
অামার নেই বাকি ঠাঁই, —দাঁড়িয়ে থাকবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments