বাংলা কবিতা, ফুলের টবে প্রেমের স্থাপত্য কবিতা, কবি সুপ্ত সাহা - কবিতা অঞ্চল
1/5 - (1 vote)

তুমি এটা খুব ভালো পারো,রোজ রাতে
যখন আমি আর্দ্র উত্তাপে –
সেন্সলেস;
নলা করে মুখে তুলে দাওনি ফ্রেঞ্চ চুমু।
আমি সব দেখেছি,মুখ ফুটে বলিনি শুধু।
জানি তুমি আছো ঠাকুরঘরে;
নিঃশ্বাসে।
নিঃশ্বাসে।
পুড়িয়ে দিচ্ছো উত্তম পুরুষ।
শীতের পাতার মতো নির্গত প্রেম;
শুষ্ক খরস্রোতা বৃক্ষ – সব ঠিক আছে,
শুধু আমাকে দিয়ে আর –
পুষাচ্ছে না,
হচ্ছেনা, ফুলের টবে প্রেমের স্থাপত্য।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments