বাংলা কবিতা, গুম-ঘুমের গপ্পো কবিতা, কবি সুপ্ত সাহা - কবিতা অঞ্চল
3.7/5 - (3 votes)

শুঁয়োপোকা সব গুমকাতুরে, টাটকা মেখে ফরমালিন,
প্রজাপতি সব নিঁখোজ হলো, আজ নিয়ে মোট আঠাশদিন।
নেতারাও সব ঘুমকাতুরে, ঘুম না পেলেই ডেসপোটিন,
চিবাচ্ছে দেশ ঘুমিয়ে থেকেই, রাষ্ট্র? সে তো মুড়ির টিন৷
কুতকুত যে সেই তো হোঁদল, হোক কালো সে কিংবা লাল,
চ্যুত মানেই খেয়েছে মারা, কক্ষে না থেকেও অরবিটাল।
আশ্বিনে যদি থাকতো ঘরে দু-তিন ছটাক নমাক তৃণ,
তবে কি তাকে কাঁদতে দেই আর, থাকতে ঘরে গ্লিসারিন?
মধ্যবিত্তের কি আসে যায়, গোলাপ কিংবা জেসমিনে;
আজ বাদে কাল মরবেই সব – ক্ষুধায় নাহয় বিদ্রোহে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments