ঝুঁকে আছে সেই গাছটি কল্পতরু
আঁচরে যার নিঃসঙ্গতা মেকি।
আলোয়ার এ কেমন মায়া! সরু
সাঁকো পেরুলে মুষল ভাঙে ঢেঁকির।
দহন চেনায় চোখের অশ্রুধারা
তবু আগুন কি হয় জলের বন্ধু?
সবুজ আভার আশায় আজো ছুটে আসা
সেই কল্পতরু, পথের সিন্ধুক।
যা চাইতাম, পেয়ে যেতাম যেন পাতে
পাথেয় হীন পথিকের যা চাওয়া
রোদচশমা চোখে, করাল ছায়া সাথে
নিঃস্ব হতেই তোমার কাছে আসা।