বাংলা কবিতা, কবি ও কাক বিষয়ক কবিতা, কবি সুপ্ত সাহা - কবিতা অঞ্চল
Review This Poem

এ কাক নন-গ্র্যাজুয়েট, চাষ করে কবিতা,
বুঝেনা চাষাবাদ, না বুঝে কত ব্যাথায় –
ভারী হলে মেঘে বন, কবি হয় দুশমন।

ভুল করে ফালগুন বিষুব প্র-গাঢ়তায়।

হিসাবের হের ফের, ভিমরতি জিরাফের –
জোছনার কথা বলে বমি করে খাজনায়,
কবি না কাক সে – এ ইজমের জামানায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments