বাংলা কবিতা, এই তো যথেষ্ট কবিতা, কবি সুপ্ত সাহা - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

আমি চাই না আর কিছুই আপাতত-
শুষ্ক হৃদয়ে রেখেছি ঠেসে যত পাপ?
এই তো যথেষ্ট।
আমি চাই না আর দেখতে আকাশ
মায়ের আঁচল করে ফুটো –
না চাই টিকে থাকুক শান্তি চুক্তি – অসংযত।
আমি চাই না আর কিছুই আপাতত-
না চাই কোনো যুদ্ধের দরুন ভেটো।
না খেয়েই যদি মরতে হয়? তবে মরবোই –
তবু খাবো না আর কখনো আমি
ঈশ্বরের কোনো এঁটো।
আমি চাই না আর কিছুই আপাতত-
জানতাম এ নিশ্চিত ফাঁদ, সত্য বোধ অনুদ্যত
গুমের থেকেও সহজ জানি মৃত্যু।
মারতে হলে বরং মেরেই দিও জিসাস কিংবা সক্রেটিসের মতো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments