রোজকার মত ঢেলে দিলেই পারতে সংবৃত রাগ
সব ধুয়ে মুছে নিয়েও পারতে
ছুঁড়ে মারতে মুখে, খুচরো কিছু পাপ।
সহসা গেলে ডুবিয়ে তরী – আটকায় নি নোঙ্গর?
সময়ের এর চেয়েও ভীষণ দ্রুত ভেঙ্গে দিয়ে ঘর।
দেখেছি শুধু ঠাই দাঁড়িয়ে কিছু শীতের মতো রাত
ছুঁয়েছে যদিও তোকে প্রেমিকের হাত
তবু আমি জানি সব – কোন তল্লাটে তোর কত আছে তিল আর কত অগ্নুৎপাত।