5/5 - (1 vote)

আগের সব ভুলে
চলো আবার নতুন করে
সব শুরু করি।

প্রতিটা প্রেম ভালাবাসা বিচ্ছেদের পর
আবার অনেকে নতুন করে
স্বপ্ন দেখে পুরোনো কে নিয়ে।

একদিন আমাকেও
এই চরম প্রশ্নের মুখোমুখি
হতে হয়েছিলো।

অনেক দিনের ইচ্ছাটা সেদিন
আমার সত্যি হয়েছিলো
নিজেকে সেদিন জয়ী মনে হয়েছিলো।

যাকে কোন দিন
ফেরাতে পারবো না ভেবেছিলাম
সেদিন তাকেই ফিরিয়ে দিলাম
আবার তাকে পাবো জেনেও।

কারণ,
ভালোবাসা জীবনে অনেকবার আসে
কিন্তু না পাওয়ার ভালোবাসা
শুধু সেই না পাওয়া
মানুষটার জন্যই থাকে।

আমার না পাওয়া সেই ভালোবাসা
না হয় এভাবেই বেঁচে থাকুক
শুন্যতার মাঝে অধরা হয়ে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Kabi abir
Kabi abir
1 year ago

ni