আহবান করি, আবার এসো
আমাকে জ্বালাতে,
আমাকে পোড়াতে।
তার পর কি করবো?
জানো তুমি?
তবে শোনো মেয়ে –
আমি একদিন
সমুদ্রের কাছে পৌছে।
সেই জ্বালা পোড়াগুলো
এক তারা হারানো রাতে
বিসর্জন দিয়ে দিবো।
2024-03-29
আহবান করি, আবার এসো
আমাকে জ্বালাতে,
আমাকে পোড়াতে।
তার পর কি করবো?
জানো তুমি?
তবে শোনো মেয়ে –
আমি একদিন
সমুদ্রের কাছে পৌছে।
সেই জ্বালা পোড়াগুলো
এক তারা হারানো রাতে
বিসর্জন দিয়ে দিবো।