বিশ্বাস অবিশ্বাসে ঘেরা এই পৃথিবীতে
কেন জানি আর,
বাঁচতে ইচ্ছা করে না।
এই মানব জন্মে
শুধু আমার একটিই প্রার্থনা।
আমি যা পাবো
তা যেন এই জন্মে পাই।
আরেক জন্ম বলে,
যদি কিছু থাকে।
তবে সে জন্মে আমি-
পাখি হবো, জোনাকী পোকা হবো।
আর কোন জন্মে,
আমি মানুষ হতে চাই না।
আমি আর মানব জন্ম চাইনা।