আঘাত যতই গুরুতর হোক
বুঝিনি খেলার ছলে,
দুঃখ যতই বেদনাদায়ক হোক
নিয়েছি তা জেনো তোমার দেওয়া বলে,
হাসিমুখে আমি
সব পারি ফেলে
এক মুহূর্তে উড়াল দিতে
শুধু তুমি কাছে এলে।
আঘাত যতই গুরুতর হোক
বুঝিনি খেলার ছলে,
দুঃখ যতই বেদনাদায়ক হোক
নিয়েছি তা জেনো তোমার দেওয়া বলে,
হাসিমুখে আমি
সব পারি ফেলে
এক মুহূর্তে উড়াল দিতে
শুধু তুমি কাছে এলে।