ওরা যোমজ দু’বোন
“শিউলি,বকুল”
সদা হাস্যোজ্জ্বল,প্রাণবন্ত
এক সাথে ঘুরতো,ফিরতো
সারা বাড়ি মাতিয়ে রাখতে দুজনের উপস্থিতি
দুজনের ভালো লাগতো ভীষণ সাজতে,রামধনুর
সাত রঙে নিজেদের রাঙাতে,উদাস
হাওয়ায় মিশতে,মেশাতে
খুব সকালের ক্ষুধার্ত বকের মত ব্যতিব্যস্ত
মনের অন্দরে মালা গাঁথতে,ভালোলাগতো
প্রিয়জন ও তাদের পথ চেয়ে থাকতে,কিনতু
এক নির্জন শরত রাতে এলো ভীষণ বৈশাখ
দেখা দিলো সকালের চিত্রে,
পেছনে ঝোপের কাছে ‘শিউলি’ ঘুমিয়ে
ছড়িয়ে ছিটিয়ে থোকথোক রক্ত,
‘বকুল’ তখনো ভাষাহীন,জবুথবু,চোখ বন্ধ
আর সেই থেকে সারাবাড়ি অন্ধ।
2022-01-07