Review This Poem

লজ্জাবতী,ও হে লজ্জাবতী
তুমি যেন কার!
এই জন্ম হতে মৃত্যু অবধিই শুয়ে আছি পাশে
তবু কী আমার সাথে এতটুকুনও ভাব হলোনা তোমার?
শুুধু হলো দেয়া-নেয়া আর
কতই হিসেব বরাবর,
ভিতরে যে সে অগাধ ফাঁকি
বাহিরে কেবল মিথ্যাচার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments