গল্পটা কয়েক দিন আগের,লোকটি
অন্ধ ছিল এবং সবাই তাকে চিনতো,চিনতো
বলে তার সামনে যেকোন কিছু করা ছিলো নিরাপদ
আর একদল লোক সেটাই করলো,
তার সম্মুখে বসেই বোমা বাঁধতে লাগলো
এবং সেগুলো ফাঁটানোর পরিকল্পনা করলো,
আর দিন চার পর বাচ্চাদের একটি ইস্কুলে
বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে
লোকটিকে সেখানেও দেখা গেল
এবং ক্রন্দনরত পিতা-মাতা,আত্মীয়-স্বজনের উদ্দেশ্যে
বারংবার বলতে শোনা গেল-
“আমি তাদের জানি
আর লোকগুলো সাদা পোশাক পরতো।”
2021-12-30