ওটা ফেলে দাও
প্রয়োজন নেই,
চারিদিকে এতো,
এতো হানাহানি
মারামারি জানি
ওর কারনেই,
ওটা রেখে দাও
প্রয়োজন আছে
এখানে,বা মনে,
আর একদিন
একেএকে দিও
সবারই গলে
মালা গেঁথে,বন্ধু
বিদায়ের ক্ষণে।
2022-01-24
ওটা ফেলে দাও
প্রয়োজন নেই,
চারিদিকে এতো,
এতো হানাহানি
মারামারি জানি
ওর কারনেই,
ওটা রেখে দাও
প্রয়োজন আছে
এখানে,বা মনে,
আর একদিন
একেএকে দিও
সবারই গলে
মালা গেঁথে,বন্ধু
বিদায়ের ক্ষণে।