বন্ধু,সময় গড়িয়েছেই
গড়িয়েছে অনেক,অনেক জল
সাগরে মিশেছে,সাগর হয়েছে মরু,
তাতে কতই না বালু পুড়ে হাহাকার
ভিতরে ভিতরে ফুটন্ত আগ্নেয়গিরি সীমাহীন
বাহিরে তা কে বা বুঝে!
আকাশের গায়ে সেই কালো পর্দাটাও আর নেই
শেষ বিকেলের অমলিন হাসি হাসছে পশ্চিমে সূর্য,তবু
তোমার আমার দূরত্ব কেবল দূরত্বই রয়ে গেল,
ইচ্ছে সত্ত্বেও বিকল দেহটা বড়ই নিরুপায় আজ
ক্ষমা চাইবারও প্রহর এলোনা বুঝিই আর এ জীবনে।
2022-05-25