Review This Poem

আমি কী তোমাকে বলতে পেরেছি
বোঝাতে পেরেছি কিছুই,যে কথা
বলতে এসেছি বারংবার,ফিরেও
গেছি,আবার এসেছি হয়তো,”কতটা
পথ পাড়ি দিলে হয়
পথই পথিকে আসক্ত,ক’ফোঁটা
অশ্রু দিলে ও হৃদয় সিক্ত!”

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments