কথা ছিলো,বন্ধু
কথা ছিলো একদিন আসবেই তুমি আসবে,আমার
হয়ে,একান্তে আমার হয়েই,আমার
খোলা জানালায় ঝিরিঝিরি বাতাস কিংবা
ভোরের শিশির সঙ্গী করে,
কিন্তু আজ দীর্ঘ পনের বছর হলো তোমার অপেক্ষা
স্মৃতির বসন্ত কুরেকুরে খায়
আজি তোমারই কথাতে”আমার
কথা মনে এলে
এসো রাতের সৈকতে
সমুদ্রের লোনা জলে
চোখ রেখো আকাশের পানে
দেখো জ্যোৎস্না কিংবা চাঁদের আড়ালে
তারা’রাও কত গল্প বলে সুখে দুখে,
যেখানে আমাকে পাবে”
আর এমনি করেই দেখতে দেখতে
হঠাৎ একটি তারা খসে পড়লো আমার দিকে,হাসিমুখে
এই বুঝি তুমি এলে
বন্ধু,এই বুঝি তুমি এলে!
2021-12-31