অপেক্ষা করো,ওরা আসবে
নিশ্চয় আসবে
একদিন তোমাদের এই
দুঃখকথা,কষ্ট ও সব বেদনাহত দিন নিশ্চুপ শুনবে
তারপর শেষে আফসোসেই জানি মিথ্যে আশ্বাসে
তোমাদের ও ক্লান্ত দু’চোখে হাজার স্বপ্ন বুঁনবে।
ওরা উপরতলার বাসিন্দা,হ্যাঁ ঠিক
তোমাদের আর্তনাদ ওদের কর্ণকুহরে পৌঁছুতে কিছুটা
সময় লাগেই!
তোমরা কৃষক,তোমরা দিনমজুর
খেটে খাওয়া নগণ্য মানুষ
তোমাদের কতটুকু বা চাওয়া থাকতে পারে শুনি
কতটুকুন বা ইচ্ছে হয়,
তোমাদের চাওয়া হবে ভাত-কাপড়ে তাতেই যেন লজ্জা ভয়
তোমাদের স্বপ্নগুলো ডানাকাটা এই খড়ের ছাউনির বাইরে নয়
বলি,যতটা ওদের সয়!
অপেক্ষা করো,ওরা আসবে
নিশ্চয় আসবে
একদিন তোমাদের এই
দুঃখকথা,কষ্ট ও সব বেদনাহত দিন নিশ্চুপ শুনবে
তারপর শেষে আফসোসেই জানি মিথ্যে আশ্বাসে
তোমাদের ও ক্লান্ত দু’চোখে হাজার স্বপ্ন বুঁনবে।
2022-09-12