শৈশব থেকে সুখের ফেরিওয়ালা হওয়ার
বড় ইচ্ছে ছিল আমার,
হয়েছিও তাই
দামের কথা ভাবতাম না
ভাবিনি কখনো
বিলিয়েছি দু হাতে সুখ।
কিন্তু সুখ ফেরী করতে করতে
কখন যে আমার সুখপাত্র
শূন্য হয়ে গেছে
টেরই পাইনি,
নিজের জন্য তাই একবিন্দু সুখও
আর অবশিষ্ট নেই।
দু হাত পেতে সুখ খুঁজতে ইচ্ছে করে।
কিন্তু আমার আত্ম অহংকার বলে
সবাই তো সুখ খোঁজে
খুঁজুক না
তুমি বরং দুঃখ খুঁজো
বেচারী দুঃখ বড় একা
তারও তো সঙ্গী প্রয়োজন
তাইতো দুঃখের সাথে
আমার গভীর প্রণয়।
2021-05-23