দু’ হাত মেলে বাঁচি চলো আজ
নিজের মতো করে,
তোমার চুলের মুক্ত বেণী আজ
লুটোক পিঠের পরে,
যে শিকলে বেঁধেছো মন
যে বৃত্তে বন্দী দু’ জন,
ভেবেও না ভাবা,দেখেও অদেখা,
আজ না হয় হোক কিঞ্চিৎ
গন্ডির বাইরে পা রাখা,
অতিক্রম করি আজ
সকল নিষিদ্ধ সীমারেখা।
2021-06-05